শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
তিনি জানান, এরমধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি দল চাঁদপুরের পদ্মা ও মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে দিনরাত টহল দিচ্ছে। এ লক্ষে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশ মৎস্য বিভাগকে সহায়তা দিচ্ছে। এছাড়া, নৌপুলিশ হেডকোয়ার্টারে কর্মরত অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুজ্জামান আলাদাভাবে চাঁদপুর চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযানে অংশ নিয়েছেন।
তিনি আরও জানান, নৌপুলিশ দলটি বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে চাঁদপুর ছাড়াও পাশের মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলার পদ্মা নদী পরিদর্শন করে। এ সময় মাইকিং করে জেলেদের সতর্ক করে দেয়া হয়। যেনো সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন থেকে বিরত থাকে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, বিষখালী নদী থেকে ৩ জেলে আটক
নৌপুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হেলালউদ্দিন জানান, অভয়াশ্রমে টহল দল দেখে অনেক জেলে জাল ও নৌকা ফেলে দ্রুত গা ঢাকা দেয়। পরে নৌ পুলিশ প্রচুর পরিমাণ জাল ও বেশকিছু নৌকা জব্দ করে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের সব অভয়াশ্রমে ও সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ তার সঙ্গে সারাদেশে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। আর এ সময় কোনো জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যেনো অভয়াশ্রমে নেমে ইলিশ নিধন করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগ এবং সরকারি প্রশাসন।
এরইমধ্যে চাঁদপুর সরকারি তালিকায় থাকা অর্ধলক্ষ জেলেকে খাদ্য সহায়তার ২৫ কেজি হারে চাল বিতরণ সম্পন্ন করা হয়েছে।

 ১ সপ্তাহে আগে
                        ৮
                        ১ সপ্তাহে আগে
                        ৮
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·