'নিশ্চিত জয়' হাতছাড়া করে চোকার্স তকমার সুবিচার করল দক্ষিণ আফ্রিকা

১ দিন আগে
শেষ ওভারে জয়ের জন্য কেবল ৭ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার, হাতে ছিল ৬ উইকেট। আগের ২ ওভারের ৩০ রান এবং ডেওয়াল্ড ব্রেভিসের তাণ্ডব ব্যাটিং দেখে যে কেউ ভাবতে বাধ্য ছিল যে জয় থেকে কেবল একটি শটই দূরে আছে প্রোটিয়ারা। তবে সেই একটি শটই নিতে পারলেন না কেউ। প্রায় জিতে যাওয়া ম্যাচ হেরে গিয়ে নিজেদের চোকার্স তকমার প্রতি আবারও সুবচার করল দক্ষিণ আফ্রিকা।

শেষ ওভারের প্রথম বলটা শর্ট পিচ লেন্থে রেখে ব্রেভিসকে খানিকটা চমকেই দিয়েছিলেন মিলনে। আপার কাট খেলতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি তরুণ ব্রেভিস। পরের বলও ছিল প্রায় একই লেন্থে। তবে এবার সজোরে ব্যাট চালিয়ে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টা করেন ব্রেভিস। টিভি স্ক্রিনে দেখে মনে হচ্ছিল বল হয়তো সীমানার অনেক বাইরে গিয়ে পড়বে। তবে সেটা হয়নি। বাউন্ডারির ঠিক সামনে থেকে অবিশ্বাস্য এক ক্যাচে ব্রেভিসকে সাজঘরে ফেরান মিচেল ব্রেসওয়েল। 

 

অবিশ্বাস্য ওই ক্যাচে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন ব্রেসওয়েল। তবে পরের বলেও ইথান বশের ক্যাচটা আর নিতে পারেননি এই অলরাউন্ডার। বাউন্ডারি থেকে দৌড়ে এসে ক্যাচটা নেয়া অবশ্য একটু কঠিনও ছিল। সুযোগ পেয়ে দৌড়ে ২ রান নেন বশ।

 

আরও পড়ুন: এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

 

পরের বলটাও ডিপ মিডউইকেটে ব্রেসওয়েলের দিকে ঠেলে দেন বশ। সুযোগ ছিল ডাবল নেয়ার। তবে জর্জ লিন্ডে প্রথম রান নেয়ার পর শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আর সেটা সম্ভব হয়নি। শেষ ২ বলে ৪ রান দরকার ছিল প্রোটিয়াদের। তবে ১ রানও নিতে পারেনি ফন ডার ডুসেনের দল। ১৯.৫ ওভারে বাউন্ডারিতে ড্যারেল মিচেলের দুর্দান্ত এক ক্যাচের বদৌলতে আউট হন লিন্ডে। শেষ বলে সেনুরান মুত্থুস্বাসী ব্যাটই ছোঁয়াতে পারেননি।

 

আর তাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৮০ রান করে কিউইরা। জবাব দিতে নেমে ১৭৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। 

 

পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট ছিল নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বের কোনো ম্যাচেই তাদের কেউ হারাতে পারেনি। তবে ফাইনাল ম্যাচে দেখা গিয়েছিল উল্টো চিত্র। ফাইনালের বেশিরভাগ সময়ই খেলার নিয়ন্ত্রণ ছিল প্রোটিয়াদের হাতে। তবে শেষ পর্যন্ত জয় পেল নিউজল্যান্ডই। 

 

১৮১ রান তাড়ায় আফ্রিকাকে দুর্দান্ত এক শুরু এনে দেন লুয়ান ড্রে-প্রিটোরিয়াস ও রেজা হেনড্রিক্স। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছেন ৯২ রান। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে ব্রেসওয়েলের শিকার হয়ে ফেরেন প্রিটোরিয়াস। একশ পার হওয়ার পর ফেরেন আরেক ওপেনার রিজা হেনড্রিক্সও।

 

টানা দুই বলে রাসি ভ্যান ডার ডাসেন ও ‍রুবিন হারমানের উইকেট হারায় সাউথ আফ্রিকা। দ্রুতই দুই উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন ব্রেভিস ও লিন্ডে। তারা দুজনে মিলে যোগ করেন ৪৩ রান। তবে শেষ ওভারে ৭ রান নিতে না পেরে হার দেখতে হয়েছে।

 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। এ ছাড়া টিম সেইফার্ট ৩০, মিচেল ১৬ ও ব্রেসওয়েল ১৫ রান করেছেন।

 

দক্ষিণ আফ্রিকার হয়ে পেসার লুঙ্গি এনগিডি দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেট শিকার করেছেন নান্দ্রে বার্গার, কিউনা মাফাকা মুত্থুস্বামী। 

]]>
সম্পূর্ণ পড়ুন