নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লিড, সেঞ্চুরির পথে চান্দিমাল

২ সপ্তাহ আগে
তিনজনের ব্যাটেই বাংলাদেশের করা ২৪৭ রান টপকে গেছে শ্রীলঙ্কা। সে জন্য পাথুম নিশাঙ্কাকে করতে হয়েছে সেঞ্চুরি, একই পথে হাঁটছেন ওয়ানডাউনে নামা দিনেশ চান্দিমাল। লাহিরু উদারা করেন ৪০।

কলম্বোয় বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে মধ্যহ্ন বিরতির আগেই বিনা উইকেটে ৮৩ রান করে ফেলে স্বাগতিক দল। বিরতি থেকে ফেরার পর অবশেষে জুটি ভাঙতে সক্ষম হয় টাইগাররা। তাইজুল ইসলাম এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন উদারার উইকেট। এরপর নিশাঙ্কা ও চান্দিমালের কোনো থামাথামি নেই।


প্রথম ম্যাচে ১৮৭ রান করা নিশাঙ্কা ১৬৭ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান। এখন দেড়শর দোরগোড়ায় রয়েছেন তিনি। ২২৫ বলে ব্যাট করছেন ১৪০ রান নিয়ে। চান্দিমালের সেঞ্চুরির জন্য দরকার আর ২৩ রান। ১ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ২৬১, লিড ১৪ রানের।


আরও পড়ুন: সাড়ে ৬ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে স্মিথ-লাবুশেনদের কেউই নেই


প্রথম দিন ৮ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকতে পারেনি। ২৪৭ রানে অলআউট হয় সফরকারী দল। দিনের তৃতীয় ওভারেই এবাদত হোসেনকে হারায় বাংলাদেশ। দশম উইকেট জুটিতে নাহিদ রানাকে নিয়ে ১৮ রান যোগ করেন তাইজুল, যেখানে নাহিদ ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি।


শেষ পর্যন্ত দিনুশার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তাইজুল। ৬০ বলে ৫ চারে ৩৩ রান করেন এই বাঁহাতি। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং সোনাল দিনুশা। ২ উইকেট পান বিশ্ব ফার্নান্দো।

 

]]>
সম্পূর্ণ পড়ুন