মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, নিলামে ২২টি ব্যাংকের কাছ থেকে ৩১ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে প্রতি ডলারের দাম ক্রয়মূল্য ১২১ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছর: রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর
এর আগে গত রোববার (১৩ জুলাই) প্রথম নিলামে একই দরে (১২১ টাকা ৫০ পয়সা) ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল।
দুই দফা নিলামে মোট ৪৮ কোটি ৪০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যা সাম্প্রতিক সময়ে বাজার হস্তক্ষেপে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
]]>