নিহত হান্নান নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফেনীতে কাজ করতেন।
জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ১০ তলা ভবন থেকে নিচে পড়ে যান হান্নান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মাত্র চার মাস আগে তার বিয়ে হয়েছিলো ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর গ্রামের আবুল কালামের ছোট মেয়ে রিমার সঙ্গে। স্বামীর এমন আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ ও ভেঙে পড়েছেন রিমা।
আরও পড়ুন: কাপড় শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ভবনে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।