বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রোববার (৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা কার্যাকয় সংলগ্ন শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ আরও বলেন, ‘দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আপামর জনগণ আন্দোলন করেছে। জনগণ এখন তাদের ভোটের অধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার দেখতে চায়। নিজের পছন্দের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। তাই সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচন এই বছর হবে না, আগামী বছর হবে এইভাবে নির্দেশনা না দিয়ে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করুন।’
আরও পড়ুন: সাবেক সাংসদ খালেককে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল
আন্দোলন প্রসঙ্গে আজাদ আরও বলেন, ‘এই বৈষম্যবিরোধী স্বৈরাচার আন্দোলন একদিনের নয়। বিগত ১৬ থেকে ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে সবার আন্দোলন। এ আন্দোলন হলো গণতান্ত্রিক আন্দোলন। এ আন্দোলনের রূপকার তারেক রহমান। এই আন্দোলনের ঘোষক জননেতা তারেক রহমান। তার মধ্যে ছাত্র আন্দোলন এই আন্দোলনের একটি অংশ।’
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইনসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।