নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

৪ সপ্তাহ আগে
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে দলটি মনে করে, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এখনই নিতে হবে সর্বাত্মক প্রস্তুতি, রাজনৈতিক সদিচ্ছা ও একটি ন্যায্য নির্বাচনী পরিবেশের বাস্তব উদ্যোগ।

শুক্রবার (৬ জুন) এক যৌথ বিবৃতিতে দলের আমীর মাওলানা মামুনুল হক, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ বক্তব্য দেন।


বিবৃতিতে নেতারা বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত বার্তা দিয়েছেন। যদিও আমাদের মতে, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হলে ভালো হতো; তবুও সময়সীমা ঘোষণাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তবে শুধু তারিখ ঘোষণা করলেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয় না। এর জন্য জরুরি হলো—নির্বাচনী পরিবেশকে পেশিশক্তিমুক্ত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগসম্পন্ন করে তোলা।

 

একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তিনটি মৌলিক শর্ত অপরিহার্য—


১. নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো।

২. ভোটাধিকার প্রয়োগে নিরাপদ ও সহনীয় পরিবেশ।

৩. রাজনৈতিক দলসমূহের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ।


তারা আরও বলেন, ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে অঙ্গীকার প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, তার বাস্তবায়নের একমাত্র পথ হলো— জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখা, নির্বাচন কমিশনের সাহসী ও স্বাধীন ভূমিকা রাখা এবং গণমাধ্যম ও নাগরিক সমাজের অবাধ পর্যবেক্ষণ নিশ্চিত করা।


আরও পড়ুন: বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম


নির্বাচন প্রক্রিয়াকে সফল করতে প্রধান উপদেষ্টার প্রতি পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় খেলাফত মজলিস:


১. ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে বিচারিক কার্যক্রমে গ্রহণযোগ্য অগ্রগতি।

২. চলমান সংস্কার প্রক্রিয়াকে বেগবান ও কার্যকর করা।

৩. ‘জুলাই-সনদ’ যথাসময়ে প্রকাশ ও বাস্তবায়ন নিশ্চিত করা।

৪. রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ চালু রাখা।

৫. নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামো গঠন করা।


বিবৃতির শেষাংশে খেলাফত মজলিস নেতারা বলেন, আমরা আল্লাহ তায়ালার সাহায্য কামনা করি— দেশবাসী যেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনমতের প্রতিফলন প্রত্যক্ষ করতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন