মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রেস বিফিংকালে তিনি এসব কথা বলেন। নওগাঁ সদর উপজেলা হলে অনুষ্ঠিত হয় এবং অধিবেশনটি প্রায় দুই ঘণ্টা চলে, যেখানে জেলার বিভিন্ন স্তরের এনসিপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরও বলেন, ‘আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে এবং এ প্রতীকে আইনগত কোনো বাধা নেই।’
আরও পড়ুন: কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সেফ এক্সিটের চিন্তা করছেন: সারজিস
নির্বাচন কমিশন সম্পর্কেও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু স্বাধীনতা-সংকোচী আচরণ দেখা যাচ্ছে — যদি কমিশন কারো চাপে পড়ে কাজ করে, তা গ্রহণযোগ্য নয়। তিনি আশা প্রকাশ করেন যে কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা বজায় রেখে ন্যায়সঙ্গতভাবে কাজ করবে।’
সারজিস আলম আরও বলেন, ‘কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন করছেন এবং কেবল নির্বাচন অনুষ্ঠিত হলেই দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া তাদের উদ্দেশ্য হয়ে উঠছে—এই মনোভাব গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যদি উপদেষ্টারা ভয় দেখায় বা দায়িত্ব থেকে পালাতে চান, তবে তাদের এই দায়িত্ব নেওয়ার সুযোগ হওয়া উচিত নয়। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।’
আরও পড়ুন: মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক কোনো দলের থাকা উচিত নয়: সারজিস
তিনি একই সঙ্গে রাজনৈতিক ঐক্যের ডাক দিয়ে বলেন, বাংলাদেশের ভালো মানুষ একসাথে এসে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারেন। তবু আওয়ামী লীগের কোনো পুনরাবৃত্তি বা ভিন্ন ভার্সন দেশের জন্য প্রাসঙ্গিক হবে না—এমন কোনো অবস্থা এনসিপি কখনোই মেনে নেবে না বলে জানান তিনি।