রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নোয়াখালী-১ সেনবাগ-সোনাইমুড়ি) আসনে মনোনয়নপত্র দাখিল শেষে জয়নুল আবেদীন এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন. ‘নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, থাকবে। এগুলো উন্নয়নশীল দেশেও হয়। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: কোনো মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি: ফারুক
জয়নুল আবেদীন ফারুক বলেন, যারা ১৬ বছর কোনো ভোট দিতে পারেন নাই, তাদের ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হবে। যে সরকার বাংলাদেশে গণতন্ত্র, সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে। এই আশা নিয়েই আমি আপনাদের দোয়া প্রার্থী বলে জানান তিনি।
সেনবাগ-সোনাইমুড়ী আসনে ষষ্ঠবারের মতো বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন জয়নুল আবেদীন ফারুক।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·