নির্বাচনে ছাত্রদের জোর করে ক্ষমতায় নিয়ে যাওয়া হবে: মুনতাসির আলী

২ সপ্তাহ আগে
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বলেছেন, ক্ষমতাসীন ছাত্র উপদেষ্টারা যে ভাষায় কথা বলছেন, তাতে বোঝা যায় আগামী নির্বাচনে ওই ছাত্রদের জোরপূর্বক ক্ষমতায় নিয়ে যাওয়া হবে।

বুধবার (১৯ মার্চ) মৌলভীবাজার খেলাফত মজলিস শহর শাখার আয়োজনে শমসেরনগর রোডের শাহী মহলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


কাজী মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, ‘নতুন রাজনৈতিক দল হিসেবে মাঠে নেমে মানুষকে উদ্বেলিত করুন। জনগণের ভোটে যদি আপনারা ক্ষমতায় যান, তাহলে আগস্টের গণঅভ্যুত্থানের মতো ভবিষ্যতেও মানুষ আপনাদের স্যালুট জানাবে। তবে আমেরিকা ও চায়নাদের দিয়ে যদি কোনো তাবেদারি শর্তারোপ হয়, তাহলে বাংলার জনগণ সেটা মেনে নেবে না। সেটাও রাজনৈতিক দল ও জনগণ মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। রাজনৈতিক দল হিসেবে মতপার্থক্য থাকবে। কিন্তু জাতীর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।’ 

আরও পড়ুন: সংস্কারের নামে কালক্ষেপণ করা ব্যক্তিরাই দেশের শত্রু: শামা ওবায়েদ

মুহাম্মদ মুনতাসির আলী অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে বলেন, ‘সংস্কার কমিশন যে ডায়ালগ শুরু করেছে তাদের কথাবার্তায় জাতি বিভ্রান্ত হচ্ছে। আসলে তারা কী করতে চাচ্ছেন তা জাতির সামনে রোডম্যাপ স্পষ্ট নয়।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে দেশকে অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতির দিকে ঠেলে দেয়া হয়েছে। একইভাবে এ দেশকে বিচারহীনতার দিকে ঠেলে দেয়া হয়েছে। এ ৫৪ বছরের ইতিহাসে সমাজে ঘুষ দুর্নীতি অনাচারসহ সবকিছু চালু করা হয়েছে। দেশটাকে রাজনৈতিক দুর্বৃত্তায়নে পরিণত করা হয়েছে।’ 


এ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য রাখেন।

]]>
সম্পূর্ণ পড়ুন