নির্বাচনী হাওয়া বইছে, উসকানিতে পা দেয়া যাবে না: খসরু

১ দিন আগে
গণতন্ত্র রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এ পরিস্থিতে কোনো উসকানিতে পা দেয়া যাবে না।

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তরুণরা মানুষের অধিকার ফিরে পেতে লড়াই করেছে উল্লেখ করে খসরু বলেন, 

গত ১৫ বছর মানুষের অধিকার আদায়ের জন্য যে লড়াই হয়েছে তাকে রক্ষায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। গণতন্ত্র যাতে কারও হাতে জিম্মি না হয়, সেই ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

 

আরও পড়ুন: মাথা ঠান্ডা রেখে সব চক্রান্ত ব্যর্থ করতে হবে: ফখরুল

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশকে জিম্মি করে কারও স্বার্থ আদায় করতে দেয়া হবে না। কোনো দাবি আদায় করতে হলে জনগণের কাছে যেতে হবে। জনগণের বাইরে থেকে দেশকে জিম্মি করে কারও স্বার্থ আদায় করা যাবে না। যারা পাঁয়তারা করছেন তাদের সাবধান হতে হবে।

 

আমির খসরু বলেন, 

স্বৈরাচার পালিয়েছে, পরিবর্তনের ঢেউ এসেছে-- তাকে ধারণ করতে হবে। আর নতুন রাজনৈতিক বন্দবস্তের কথা বলা হচ্ছে। সেটা তো ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে হবে।

 

আরও পড়ুন: রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

 

বিএনপির সিনিয়ল এ নেতা আরও বলেন, নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না। কোনো উসকানিতে পা দেয়া যাবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন