নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে রাজনৈতিক দল-নাগরিক প্রতিনিধিদের ক্ষোভ

৩ সপ্তাহ আগে
নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক দল ও নাগরিক প্রতিনিধিরা। জনগণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের পদত্যাগের দাবিও জানান তারা।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত নির্বাচন ও নাগরিক নিরাপত্তা শীর্ষক একটি গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা।

 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিগত ১৬ মাসে সরকার প্রতারণা ছাড়া কিছুই করেনি। সাম্প্রতিক প্রতিটি ঘটনায় সরকারের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। এর জবাব দিতে হবে, নইলে সরে যেতে হবে।

 

আরও পড়ুন: দেশি পর্যবেক্ষক মোতায়েনে আবেদনের সময় বাড়াল ইসি

 

মানবাধিকারকর্মী আইরিন খান বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে আশঙ্কা ছিল, তার কিছু চিহ্ন দেখা গেছে। সরকারের প্রথম দায়িত্ব তদন্ত করা।

 

এসময় জামায়াতের প্রতিনিধি বলেন, প্রথম ও ডেইলিস্টারে হামলার পিছনে এজেন্সির হাত থাকতে পারে।

 

সিসিটিভি ও বডিক্যাম কেনার টাকা নেই; সরকারের এমন বক্তব্যের কড়া সমালোচনাও করেন বক্তারা। নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ছোট রাজনৈতিক দলগুলো নির্বাচন থেকে ছিটকে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন