নির্বাচন হবে কি না, শঙ্কায় এনসিপি; আচরণবিধি লঙ্ঘন নিয়ে অসন্তুষ্ট জামায়াত

৩ সপ্তাহ আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত না হওয়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অসন্তোষ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে আলাদা বৈঠক শেষে দুই দলের নেতারা এসব উদ্বেগের কথা জানান।


দুপুরে সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, নির্বাচনী প্রস্তুতির পর্যাপ্ত সময় নিশ্চিত করতে তারা বর্তমান তফসিলে মনোনয়নপত্র জমা এবং প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।


তিনি বলেন, ‘আমরা চাই ১২ ফেব্রুয়ারি ভোট হোক, তবে মনোনয়নপত্র জমা ও অন্যান্য প্রক্রিয়ার জন্য কমিশন যে সময় নির্ধারণ করেছে তা সংশোধন করা প্রয়োজন।’


নির্বাচন বানচালের গুরুতর অভিযোগ তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আওয়ামী লীগ এবং ভারত এই নির্বাচন বানচালের জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এই ধরনের নেতিবাচক তৎপরতার কারণে দেশজুড়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এখনও শঙ্কিত যে, শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে কি না।’
 

আরও পড়ুন: বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন আ.লীগের সমর্থকরা, অভিযোগ জামায়াতের


কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতা বলেন, ‘একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ইসির সক্ষমতা বাড়ানো জরুরি। আমরা কমিশনকে সম্ভাব্য সব ঝুঁকি ও আশঙ্কার বিষয়ে সতর্ক করেছি। আমরা চাই কমিশন সব ষড়যন্ত্র মোকাবিলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য প্রয়োজনীয় শক্ত পদক্ষেপ গ্রহণ করুক।’


অন্যদিকে বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা স্পষ্ট বলেছি, ইসিকে খেলার মাঠের রেফারির মতো নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কেউ ভিআইপি সুবিধা পাবে আর কেউ পাবে না–এমনটা হলে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে না।’ তিনি নির্বাচনের সময় আমিরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ নেতাদের দেশব্যাপী সফরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


জামায়াত নেতারা অভিযোগ করেন যে, বর্তমানে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে একে অপরকে আক্রমণ করে আচরণবিধি লঙ্ঘনের মহড়া চলছে।
 

আরও পড়ুন: পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল


জুবায়ের বলেন, ‘ইসি অনেক সময় এসব বিষয়ে অবগত থাকে না। আমরা কিছু উদাহরণ তাদের দেখিয়েছি এবং কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।’ এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারে ইসির পদক্ষেপ নিয়ে অসন্তোষ জানিয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।


প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় ধীরগতি ও কারিগরি ত্রুটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত জানায়, এক কোটির বেশি প্রবাসী ভোটার হওয়ার যোগ্য হলেও মাত্র ৬ লাখ নিবন্ধিত হয়েছেন। এটি দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীদের প্রতি বৈষম্য।


এদিকে, আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন ও সংবর্ধনা ঘিরে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা নিয়ে জুবায়ের বলেন, ‘কোনো দল আচরণবিধি লঙ্ঘন করছে কি না, তা দেখার এবং ব্যবস্থা নেয়ার মূল দায়িত্ব কমিশনের। আমরা প্রথম থেকেই সচেতন আছি এবং চাই ইসি তার নিরপেক্ষতা বজায় রাখুক।’


ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া নির্বাচনী কার্যক্রমের সুবিধার্থে আগামী শনিবার দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন