নির্বাচন হতে দেবে না বলে ফ্যাসিবাদের চরিত্র ফুটিয়ে তোলা হচ্ছে: টুকু

৩ সপ্তাহ আগে
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে নির্বাচন করতে দেবে না এটাই কিন্তু জনগণের বিপক্ষের কথা এবং যে ফ্যাসিবাদী মানুসিকতা, চরিত্র সেটা তারা ফুটিয়ে তুলছে। এই বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে। সবাই চায় একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে এই সরকারের।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচন সমালোচনা করে টুকু বলেন— আপনারা দেখেছেন যে উগ্র সংগঠন তাদের সাবেক সংগঠন তাদের সাবেক রূপ চেঞ্জ করে কাজ করছেন এবং তাই অনিয়মের পথ বেছে নেন।


সদর উপজেলা মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন— টাঙ্গাইলে প্রশাসনের ব্যর্থতার কারণে মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জড়িতদের দ্রুত গ্রেফতার করবে পুলিশ এমনটাই প্রত্যাশা।

আরও পড়ুন: আ. লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের পক্ষে কাজ করেছে আদালত: আইন উপদেষ্টা

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন