বৃহস্পতিবার (২০ মার্চ) বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘৫ আগস্টের পর আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনও পরিপূর্ণ মুক্তি আসেনি। কারণ বাংলাদেশের মানুষ শত অপেক্ষায় ছিল- গত ১৮ বছর মনোনীত ও নির্বাচিত সরকার গঠন করতে পারেনি।’
তিনি বলেন, ‘ইসলাম হল সাম্য এবং বিশ্বের ধর্ম। এটি সৌদি আরবের ধর্ম নয়। সৌদির যে সংস্কৃতি এ রকম আমদেরও সংস্কৃতি রয়েছে। কাজেই আরবি সংস্কৃতি প্রচলন করতে যেয়ে দেশীয় সংস্কৃতি ধ্বংস করার প্রচেষ্টা হল, সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা। আর যারা এ কাজটি করছে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’
আরও পড়ুন: আপনারা নির্বাচন দিন, নতুন সরকার এসে সংস্কারের কথা বলবে: টুকু
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা মুসলমান, ইসলামে বিশ্বাস করি। তবে আজকে ইসলাম ও তৌহদী জনতার নাম করে দেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি করা হচ্ছে। এতে কারও কোনো লাভ হবে না। যারা ইসলামের নামে জান দিতে চাচ্ছে, তাদেরও লাভ হবে না। পক্ষান্তরে সারা বিশ্বে দেশের দুর্নাম হবে।’
এম নাসের রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূর ও আব্দুল মুকিত।