নির্বাচন বানচাল আমরা করতে চাই না: আজাদ

৩ সপ্তাহ আগে
সংস্কারবিহীন নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। নির্বাচন বানচাল আমরা করতে চাই না, যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছে আর পিআর চায় না তারাই প্রকৃতপক্ষে নির্বাচন বানচাল করতে চায়। এমন মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে জুলাই সনদের আইনিভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পিআর পদ্ধতি নিয়ে সমাধান আলোচনার টেবিলে না হলে গণভোটের ব্যবস্থার কথাও জানান তিনি।

 

হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদের শাসনামলে যা ঘটেছে বর্তমান শাসমানলে সরকার না করলেও কোনো কোনো দল চাঁদাবাজি, সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এক্ষেত্রে সরকার কঠোর হস্তে দমনের কথা থাকলেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।

 

আরও পড়ুন: ডাকসু-জাকসুতে দলীয় পরিচয়েই হেরেছেন, সামনেও প্রস্তুতি নিন: জামায়াত নেতা

 

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায় তারাই প্রকৃতভাবে নির্বাচন বানচাল করতে চায়। দুই একটি দল পিআর পদ্ধতি মানেন না, সংস্কার পদ্ধতিও মানেন না এবং আইনি ভিত্তিও তারা চান না, তাহলে ফেব্রুয়ারির নির্বাচন কিসের ভিত্তিতে করবেন? সেই শেখ হাসিনা আমলের নির্বাচন, দিনের ভোট রাতে দেয়ার নির্বাচন, ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, ২০২৪ সালের ডামি নির্বাচন। এই নির্বাচন আর হবে না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অপশাসনের কবর রচিত হয়েছে। ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। সেই বাংলাদেশে ফ্যাসিবাদ আমলের নির্বাচন আর হবে না। যদি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে সংস্কারকৃত আইনের ভিত্তিতে নির্বাচন দেন। পুরনো পদ্ধতির নির্বাচন বাতিল করেন। বাংলাদেশেও পিআর পদ্ধতির নির্বাচন করতে হবে।

 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

 

আরও পড়ুন: জামায়াতসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে আমরা নেই: নাহিদ ইসলাম

 

এর আগে সমাবেশে বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা। পরে সমাবেশস্থল থেকে এক বিশাল মিছিল বের করা হয় ৷ মিছিলটি সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিলে দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন নেতাকর্মীরা৷
 

]]>
সম্পূর্ণ পড়ুন