নির্বাচন পেছানোসহ ৩ দাবি বাবুর

১ সপ্তাহে আগে
বিসিবি নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক জটিলতা সমাধানে নির্বাচন পেছানোসহ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে ৩টি দাবি তুলে ধরেছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু।

সরকারের নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবুসহ বিএনপিপন্থী প্যানেলের ১৬ জন গতকাল (১ অক্টোবর) বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সেই প্যানেলের কিছু সমর্থক আজ (২ অক্টোবর) বিসিবির সামনে বেশকিছু দাবি-দাওয়া নিয়ে উপস্থিত হন।


নিজেদের দাবি সম্পর্কে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘এখন যে ভোটের তারিখ আছে, সেটাকে নিয়ম-নীতির মধ্য দিয়ে পিছিয়ে বিষয়টার সমাধান করা যেতে পারে। রিশিডিউল (পুনঃসূচি) করলে যারা যোগ্য আছেন, কিন্তু বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা এখানে আসতে পারবেন। তারা কাউন্সিলরশিপ বা মনোনয়ন দাখিলের একটা সুযোগ পাবেন।’


এই দুটো না হলে অন্তত এডহক কমিটি দিয়ে কিছুদিন চালানোর পরামর্শও দিয়েছেন রফিকুল ইসলাম, ‘আমি জানি না এটা সম্ভব কি না, তবে অ্যাডহক কমিটি করেও কিছুদিন চালানো যেতে পারে। ক্রিকেটের স্বার্থে সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য সেটা আমরা করতে পারি। এই দাবিগুলোই আমরা আমাদের অভিভাবক ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। তিনি একটি যথাযথ সিদ্ধান্ত নেবেন, যার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’


আরও পড়ুন: খুলনা থেকে বিসিবি পরিচালক হচ্ছেন আব্দুর রাজ্জাক ও জুলফিকার


পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবারও রিশিডিউল প্রসঙ্গে বাবু বলেন, ‘আমি বলছি নির্বাচন রিশিডিউল করা হোক। বিভিন্ন ক্ষেত্রেই রিশিডিউল করে তফসিল ঘোষণা করা যেতে পারে। এটাতে দোষের কিছু নেই। কারণ একাধিকবার এগুলো করা হয়েছে এবং এসব নিয়ে ছোটখাটো বিতর্ক আছে।’


ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রসঙ্গে তিনি বলেন, ‘উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক। তিনি কোনো পক্ষের না, দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে মন্ত্রী হয়েছেন। ক্রীড়াঙ্গনের ভালো-মন্দ সবকিছু দেখার দায়িত্ব তার। আমরা চাই সমস্যাগুলো তার মাধ্যমেই সমাধান হোক।’


নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্তকে ভুল মনে করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তা বলছি না। এটা একটা প্রতিবাদস্বরূপ করেছি। কিন্তু এটা থেকে উত্তরণের পথ আছে। আমরা চাই, সময় বাড়িয়ে পুনর্নির্ধারণ (নির্বাচনের তারিখ) করা হোক। কয়েকটা প্রস্তাবনার মধ্যে এটাও আছে। নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন