নির্বাচন পর্যবেক্ষকের প্রাথমিক তালিকায় ৭৩ সংস্থা

৪ দিন আগে
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সংস্থার বিষয়ে কোনো আপত্তি থাকলে ইসি সচিব বরাবর আবেদন করা যাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এসব তথ্য জানানো হয়। এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

 

সূত্র জানায়, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নিবন্ধন পেতে ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে ৭৩ প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে। 

 

কারও কোনো আপত্তি থাকলে আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

 

আরও পড়ুন: পিআর পদ্ধতিতে ভোট নিয়ে যে বার্তা দিলেন সিইসি

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন