শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি। বরং বিগত সরকারের আমলের তুলনায় বর্তমানে দেশ আরও খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এখনো অনেককে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হচ্ছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না।
প্রেস বিজ্ঞপ্তি আরও বলা হয়, সাধারণ মানুষের মধ্যেও তেমন কোনো উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করবে না।
আরও পড়ুন: গণভোটের ফলে নিন্দিত হতে পারে কমিশন: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, ‘আমরা আগেই বলেছিলাম নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা গেলে আমরা নির্বাচনে অংশ নেব। কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরা মনে করছি যে এই নির্বাচন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু করা সম্ভব হবে না। যে সব জায়গা থেকে অস্ত্র খোয়া গেছে, সেগুলো এখনো উদ্ধার করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের নিরাপত্তাহীন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করা যায়? আমাদের ধারণা অনুযায়ী, এই নির্বাচন সুষ্ঠু হবে না। একটি নির্বাচনের জন্য যে মাঠ ও প্রস্তুতির প্রয়োজন, সে ধরনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। এ কারণেই আমরা নির্বাচনের বাইরে থাকতে চাই।’

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·