নির্বাচন ঘিরে বাড়ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা

২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাড়ছে কূটনীতিকদের তৎপরতা। চলতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ও শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দল। এছাড়া প্রভাবশালী বিভিন্ন দেশের কূটনীতিকরাও সাক্ষাৎ করছেন শীর্ষ দলগুলোর প্রধানদের সঙ্গে।

নির্বাচন ঘনিয়ে এলেই কূটনীতিকদের দৌড়ঝাঁপ, সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাংলাদেশে যেন অনেকটাই রেওয়াজে পরিণত হয়েছে। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি। গত কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা।

 

শনিবার (১০ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে সাক্ষাৎ করেন তিন দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। সেদিন বিকেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার।

 

একই দিন তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।

 

আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত

 

এর আগের দিন শুক্রবার (৯ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে দেখা করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এদিন সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনারও। এর আগে বুধবার (৭ জানুয়ারি) বিএনপি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর আগের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করে তারেক রহমানের সঙ্গে।

 

সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন বেশ কয়েকজন কূটনীতিক। সোমবার (১২ জানুয়ারি) তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর আগে বুধবার জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধ দল।

 

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক হচ্ছে কূটনীতিকদের। শনিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতাদের। গত ৪ জানুয়ারি মার্কিন দূতাবাসে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয় এনসিপি নেতাদের।

 

আরও পড়ুন: ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন নিয়ে কমিশনের প্রতিবেদনে যা উঠে এলো

 

এছাড়া রোববার (১১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষকের নেতৃত্বে প্রতিনিধি দল।

]]>
সম্পূর্ণ পড়ুন