সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত রিকশা র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ শপথ নেন তারা।
জুলাই-কন্যা দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ রিকশা র্যালির আয়োজন করে। এতে নেতৃত্ব দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি এখন খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়।
আরও পড়ুন: দেশে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা শারমীন
‘আমরা তোমাদের ভুলব না’ ব্যানারের আয়োজিত র্যালিতে প্রায় ১ হাজার ২০০ জুলাই-কন্যা অংশ নেন। জুলাই গণ-অভ্যুত্থান যেন নারীদের ভুলে না যায়–এ নিয়ে আশা প্রকাশ করেন তারা।
দেশ গঠনে নারী-অংশগ্রহণ শুধু একটি দিবসে সীমাবদ্ধ না রেখে, নারীবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানিয়ে নারী মুক্তির শপথে অঙ্গীকারবদ্ধ হন তারা। এ সময় জুলাই অভ্যুত্থানে রিকশাচালকের অবদানকে সম্মান জানিয়ে স্যালুট প্রদান করা হয়।
এ সময় প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী যদি নারীদের ঘরে পাঠাতে চায় তাহলে সরকার তা প্রতিরোধ করতে সচেষ্ট থাকবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।