নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে বিএনপি: নার্গিস বেগম

২ সপ্তাহ আগে
তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, এটা দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন। বিগত ১৬ বছরে দেশের প্রতিটি সেক্টরকে যে অমর্যাদাকর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তা জাতির জন্য লজ্জাজনক।

বুধবার (১৮ জুন) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতি যশোরের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন।

 

নার্গিস বেগম আরও বলেন, ‘বিএনপির হাজারো নেতাকর্মী বিগত বছরগুলোতে গুম-খুন-নির্যাতনের শিকার হয়েছে। আন্দোলনে শিক্ষকদের সক্রিয় সমর্থন কম পাওয়া গেছে, কারণ আপনারা ভয় পেয়েছেন। এখন যাদের কাছে ন্যায্য দাবি করছেন, তারা কিন্তু ভয় পায়নি।’

 

আরও পড়ুন: যশোরে নগদের ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার, আটক ৭

 

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের ন্যায়ের পাঠও দিন। ছাত্রদের সচেতন করতে হবে। পেশাজীবীদের সঙ্গে নিয়েই জ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে চাই।’

 

সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের মর্যাদা বিনষ্ট করেছে। তাদের দিয়ে জোরপূর্বক ভোট ডাকাতির কাজে ব্যবহার করেছে। এখন সেই সমাজ সংস্কারে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

 

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুব, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, আমিনুর রহমান মধু প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন