নিরাপদ প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট সমাধানের আশ্বাস আসিয়ান এমপিদের

৪ সপ্তাহ আগে
এসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) সদস্যভুক্ত দক্ষিণপূর্ব এশীয় দেশসমূহের সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের নিয়ে গঠিত আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস- এপিএইচআর এর একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। এ সময় নিরাপদ প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান এমপিদের প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্তও করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উখিয়ার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় প্রতিনিধি দলটির গাড়িবহর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ সময় তাদের সঙ্গে ছিলেন।


৮ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো।


প্রতিনিধি দলে ছিলেন: এপিএইচআরের বোর্ড সদস্যদের মধ্যে মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল মানুয়েলসহ এপিএইচআর এর চার কর্মকর্তা।


ক্যাম্প ইনচার্জদের (সিআইসি) সঙ্গে মতবিনিময়ের পর রোহিঙ্গাদের ভোটে নবনির্বাচিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের ৫ সদস্যসহ রোহিঙ্গা নেতৃস্থানীয়দের সঙ্গে বৈঠক করেন তারা।


আরও পড়ুন: সেপ্টেম্বরে মিয়ানমার সফর করবে আসিয়ান প্রতিনিধি দল


এ সময় বৈঠকে উপস্থিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের বর্তমান সভাপতি ও রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ বলেন, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের অবিলম্বে মুক্তির বিষয়সহ প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নিরাপদ প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান এমপিদের প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।


পরে প্রতিনিধিদলটি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন।


এ ছাড়াও তারা ক্যাম্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী-যুব প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।


আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে ,রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিমানে কক্সবাজার আগমনের পরদিন সোমবার সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে প্রতিনিধি দলটি  ‘রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি’ নিয়ে বৈঠক করেন।


এ ছাড়াও তারা একই দিনে জাতিসংঘের সংস্থাগুলোসহ কক্সবাজারে রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসূচিতে কর্মরত দেশি-বিদেশি সহযোগী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়।


মঙ্গলবার ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগের পর ৩ সেপ্টেম্বর সকালে তারা বিমানে ঢাকায় ফিরবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।


প্রসঙ্গত, এপিএইচআর আসিয়ানভুক্ত এমপিদের সংগঠন হলেও এটি আসিয়ানের সরাসরি কোনো শাখা বা সহযোগী সংস্থা নয় তবে আসিয়ানের কার্যক্রমে তাদের প্রতিনিধিত্ব রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন