নিরাপদ নগরী গঠনে খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্যবাক্স স্থাপন শুরু

৩ দিন আগে
খুলনা মহানগরীতে অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সাধারণ মানুষের কাছ থেকে সহজে তথ্য সংগ্রহের লক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তথ্য বাক্স স্থাপন কার্যক্রম শুরু করেছে পুলিশ প্রশাসন।

তথ্যবাক্সের গায়ে লেখা রয়েছে, ‘নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসুন। চুপ না থেকে জানান। আপনার দেয়া তথ্যে বদলে যাবে শহর।’

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। 

 

তিনি বলেন, ‘অনেক মানুষ সরাসরি পুলিশের কাছে তথ্য দিতে অস্বস্তি বোধ করেন। সেই সীমাবদ্ধতা দূর করতে এবং গোপনীয়ভাবে তথ্য সংগ্রহের সুযোগ তৈরির জন্যই এই তথ্য বাক্স স্থাপন করা হচ্ছে।’

 

আরও পড়ুন: শিশু বিকাশে পিছিয়ে খুলনা, শিক্ষা ও স্বাস্থ্যের ভয়াবহ চিত্র

 

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র পুলিশের একার পক্ষে নগরীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অপরাধী, অপরাধস্থল বা অপরাধ সংশ্লিষ্ট যেকোনো তথ্য জানিয়ে নাগরিকরাই এই প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখতে পারেন।’ পুলিশ নিশ্চিত করেছে, তথ্য প্রদানকারীর পরিচয় উল্লেখ করার কোনো প্রয়োজন নেই।

 

এ সময় ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন