বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, মূলধনের নিরাপত্তার নিশ্চয়তা পেলে তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। একই সঙ্গে দেশে আমদানি–রফতানির ক্ষেত্রে বিভিন্ন স্তরে যে ভোগান্তির মুখে পড়তে হয়, তাও প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন তারা।
বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিরা ব্যবসায়ীদের অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন এবং বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি কুয়েতে বাংলাদেশি পণ্য রফতানিতে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন কুয়েত সফররত পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) ইকবাল আকতার, সচিব আব্দুল লতিফ ফকির, সোনালী ব্যাংকের প্রতিনিধি লূতফর রহমানসহ প্রবাসী ব্যবসায়ীরা।
]]>