নিহত কাইয়ুম রাঙ্গামাটির মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজী দিঘি আরিফ ব্রিক ফিল্ডের সামনে সড়কের পাশে গাছে সজোরে ধাক্কা দেয় মিনি কাভার্ডভ্যানটি। এতে দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের চালক ও লাইনম্যান যুবক গুরুতর আহত হন।
আরও পড়ুন: গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় অটোভ্যানের চালকসহ নিহত ২
খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবদুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।
ফেনী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।’