রোববার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, কাপুরোষিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে।
আরও পড়ুন: মুরাদনগরে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মৌন মিছিল
এর আগে, গত বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এক নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন। শুক্রবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলাও করেন।
এরপর আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ।
এর আগেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে চার জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ
তারা হলেন—সুমন, রমজান, আরিফ ও অনিক। এরা সবাই মুরাদনগর থানার পাঁচকিত্তা থানার বাহেরচরের বাসিন্দা।
]]>