রোববার (২৭ এপ্রিল) আসামে ঝর্ণার ধারে পিকনিক করতে গিয়েছিলেন রোহিতসহ আরও ৯ জন। সেখান থেকেই বিকেলে পুলিশের কাছে খবর যায় অভিনেতার মৃত্যুর।
এদিকে নিজের মৃত্যুর খবর শুনে ফেসবুকে রোহিত একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, যা আজ হয়েছে তা ভুল। আমি ঠিক আছি ও সুস্থ আছি।

সহকর্মীর মৃত্যুর সংবাদ বিভিন্ন খবরের শিরোনাম হওয়ায় বিস্ময় প্রকাশ করেন অভিনেতা কার্তিক ত্রিপাঠী। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি ফেসবুকে লেখেন, আমার সহকর্মী, আমার বন্ধু রোহিত বাসফোর একদম ঠিক আছে। দয়া করে গুজব আর মিথ্যা খবরে কান দেবেন না।
জানা যায়, রোহিত বাসফোর নামে আসামের এক মডেল জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। তার মৃত্যুতে সবখানে ছড়িয়ে পড়ে অভিনেতা রোহিত মারা গেছেন।
আরও পড়ুন: ‘হাইফু’ করালেন দীপিকা, কী এই থেরাপি?
মূলত একই নাম হওয়ায় এমন বিভ্রাট তৈরি হয়েছে বলে মনে করছেন অভিনেতা।
]]>