শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কলকাতার মালঞ্চ এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ বলছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার উদ্দেশ্য নিয়ে ফ্ল্যাটে গেলেও সেখানে উপস্থিত দুই বন্ধু মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই তরুণী। অভিযুক্তদের একজনের নাম চন্দন মল্লিক, অপরজনের নাম দ্বীপ। দ্বীপ সরকারি কর্মকর্তা। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
এ বিষয়ে শনিবার সকালে হরিদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পুলিশ অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করেছে। অভিযুক্তদের ধরতে জোর তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, হরিদেবপুরের বাসিন্দা ওই নারী অভিযোগ করেছেন যে, জন্মদিন উদযাপনের অজুহাতে চন্দন তাকে দ্বীপের বাড়িতে নিয়ে গেলেই এই নির্যাতনের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পটুয়াখালীতে প্রবাসীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩
‘ওই তরুণীর জন্মদিন ছিল শুক্রবার। সেই উপলক্ষে অভিযুক্ত চন্দন এবং দ্বীপ ভুক্তভোগীকে দ্বীপের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তারা খাবার খায়। যখন তিনি বাড়ি ফিরতে চান, তখন অভিযুক্তরা তাকে থামিয়ে দেয়। তারা দরজা বন্ধ করে দেয় এবং তাকে ধর্ষণ করে,’ পুলিশের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী পালিয়ে যেতে সক্ষম হন।
বাড়ি ফিরে আসার পর, তিনি তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এরপর শনিবার এফআইআর দায়ের করা হয়।
এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছি।
]]>