অনেকে জানতে চান, নিজের আকিকা নিজে আদায় করা যাবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, শিশু অবস্থায় কারো আকিকা করা না হলে তিনি বড় হয়ে নিজের আকিকা নিজেও করতে পারবেন। হজরত আনাস (রা.) বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়ত প্রাপ্তির পর নিজের আকিকা নিজে করেছেন। (মাজমাউয যাওয়ায়েদ: ৬২০৩)
হাসান বসরি (রহ.) বলেন, শিশু অবস্থায় আকিকা করা না হলে নিজের আকিকা নিজেই করে নিন; যদিও আপনি ইতোমধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। (আল-মুহাল্লা: ৬/২৪০)
উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেছেন, রাসুল (সা.) পুত্র সন্তানের জন্য দুটি ও কন্যা সন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। (সুনানে তিরমিজি) হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইহুদিরা পুত্রসন্তানের আকিকা করত, কন্যাসন্তানের আকিকা করত না। আপনারা পুত্রসন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যাসন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করুন। (সুনানে কুবরা লিলবায়হাকি: ১৯৭৬০)
শিশু জন্মগ্রহণ করার সপ্তম দিন আকিকা করা মুস্তাহাব। সপ্তম দিন না আকিকা করতে না পারলে চৌদ্দতম দিন, সেই তারিখেও অক্ষম হলে একুশতম দিন বা পরবর্তী যে কোনো দিন আকিকা করা যায়।
আরও পড়ুন: নবীজি সা. এর অলৌকিকতায় দুধমা হালিমার অভাব যেভাবে দূর করেন আল্লাহ
আকিকা কবে করবেন?
সন্তান জন্ম নেয়ার সপ্তম দিন আকিকা করা উত্তম। তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে ১৪তম দিন বা ২১তম দিন আকিকা করা সুন্নত।
হজরত বুরায়দা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সপ্তম দিন অথবা চতুর্দশ দিন অথবা একুশতম দিন আকিকা কর। (তিরমিজি)
আরও পড়ুন: শৈশবে নবীজির বক্ষ বিদারণ যেভাবে হয়েছিল
আকিকায় কয়টি পশু কোরবানি করবেন?
ছেলের পক্ষ থেকে দুটি ও মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করা সুন্নত। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে,
ছেলের পক্ষ থেকে প্রতিদান হিসেবে দুটি বকরি ও মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করা সুন্নত।
]]>