নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলে কাবরেরার ‘পরীক্ষা’

২ দিন আগে
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। ঢাকায় অনুশীলন শেষ করে জামালরা আছেন এখন সৌদিতে। সেখানে অবশ্য তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন কাবরেরা, তবে সেই চাওয়া পূরণ হওয়ার কোনও ইঙ্গিত নেই। তাই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেই দলের শক্তি-দুর্বলতা খুঁজে বের করছেন হাভিয়ের কাবরেরা।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচটি হবে শিলংয়ে। এই সফরে সুদান, ম্যাকাও ও তাইয়েফের স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা জানিয়েছিলো বাফুফে। কিন্তু এখন পর্যন্ত কোনও ম্যাচ মাঠে গড়ায়নি। যে কারণে ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্যে প্রস্তুতি ম্যাচ আয়োজন করে দলের শক্তি-দুর্রলতা খুঁজে বের করছেন বাংলাদেশ কোচ। 

 

‘এই ধরনের অনুশীলন ম্যাচের সুযোগ পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্তত ৬০ মিনিট খেলার সুযোগ পাওয়াও খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ, কেউ কেউ ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছে। ঢাকা থেকে যে প্রস্তুতি আমরা শুরু করেছিলাম, সেটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য এটা ভালো সুযোগ।’ 

 

আরও পড়ুন: সৌদি আরবে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিলেন ইতালি প্রবাসী

 

‘এমনকি যারা ক্যাম্পে নতুন, তাদেরও এটা আত্মবিশ্বাস বাড়াবে। তো এটা আসলেই ইতিবাচক। ছেলেদের প্রচুর প্রাণশক্তি ছিল, যে কৌশল নিয়ে কাজ করছি, সেটা প্রয়োগের চেষ্টা করেছি আমরা। সব মিলিয়ে আমি তাদের নিয়ে খুশি।’ 

 

দলে জায়গা পেতে খেলোয়াড়দের মনোভাব ইতিবাচকভাবেই দেখছেন কাবরেরা, সে কথা অবশ্য আগেই বলেছেন তিনি। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা জানিয়েছেন, আক্রমণভাগে জায়গা পাওয়ার লড়াইটা তিনি বেশ উপভোগ করছেন। 

 

‘সবকিছু নিখুঁত আছে, সবাই সুস্থ আছে। আশা করি, সবকিছু ভালোই হবে ইনশাল্লাহ। দলে সিনিয়র রাকিব ভাই আছেন, মোরসালিন ভাই আছেন, নতুন খেলোয়াড় আল আমিন আছে, জায়গা পাওয়া কঠিন হবে, কিন্তু নাম্বার নাইন হিসেবে আমি এখানে জায়গা পেতে লড়াই করবো। ইনশাল্লাহ খেলার চেষ্টা করবো।’ 

 

আরও পড়ুন: ভারত ম্যাচের প্রস্তুতি নিতে সৌদি আরবে বাংলাদেশ

 

আক্রমণভাগের মতো রক্ষণেও জায়গা পাওয়া লড়াই জমছে বেশ। দলে আছেন তপু বর্মন, কাজী তারিক রায়হানের মতো অভিজ্ঞরা। তরুণ শাকিল আহাদ তপু বলছেন, জায়গা পেতে চেষ্টার ত্রুটি রাখবেন না তিনি। 

 

‘সৌদিতে এই প্রথম ক্যাম্প করছি আমি। এর আগেও আমি জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছি এবং সৌদিতে এসে আমার ভালো লাগছে। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছে, সেভাবে খেলার চেষ্টা করছি। সব মিলিয়ে ভালো। আমার পজিশনে সিনিয়র খেলোয়াড়রা আছে, তারা অনেক দিন ধরে খেলছে। তাদের অভিজ্ঞতা আছে। আমি চেষ্টা করব, নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার এবং দলে জায়গা করে নেওয়ার।’

]]>
সম্পূর্ণ পড়ুন