তিনি বলেন, ‘সংগঠনকে গতিশীল করতে সংগঠনের সদস্য সাংবাদিকদের মধ্যকার ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হলে পতিত সরকারের দোসররা সুযোগ নেবে।’
রোববার (৬ এপ্রিল) বিকেল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, ‘নতজানু ও দলকানা সাংবাদিকদের কারণে দেশ পিছিয়ে গেছে, উত্থান ঘটেছে ফ্যাসিবাদের। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আজ সুদূর পরাহত। ফলে সাংবাদিকতার আত্মিক মৃত্যু ঘটেছে। পতিত হাসিনার লালিত মিডিয়ার কারণে দেশের মানুষ সঠিক ও নির্ভূল সংবাদ থেকে বহুদূর পিছিয়েছে।’
আরও পড়ুন: রেললাইনে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
তিনি বলেন, এখন সময় এসেছে বাস্তবতা ও সত্যের লালন এবং ফ্যাসিবাদের আগ্রাসন রুখতে। এ ব্যাপারে সকলের সম্মিলিত প্রয়াসে ও সাংবাদিকদের দৃঢ ঐক্যের কোনো বিকল্প নেই।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য মো. কামাল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের জরুরি সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সহ সভাপতি এমআর মাহবুব, সিনিয়র সদস্য আবু ছিদ্দিক ওসমানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর।
আরও পড়ুন: ‘তোঁতার দিয়া’ সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন
উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সদস্য এসএম আমিনুল হক, আতাহার ইকবাল, শামসুল হক শারেক, ইবনে আমিনসহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্যরা।