নিজাকতের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি হংকংয়ের

৩ সপ্তাহ আগে
এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে দেড়শ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে হংকং। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় হংকং। শেষ পর্যন্ত নিজাকত খানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় তারা।

আগে ব্যাট করতে নেমে হংকংকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জিশান আলী ও আনশুমান রাঠ। চামিরার বলে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে জিশানক সাজঘরে ফিরলে ভাঙে তাদের ৪১ রানের জুটি। ফেরার আগে ১৭ বলে ২৩ রান করেন জিশান। 

 

এরপর দলীয় ৫৭ রানের মাথায় বাবর হায়াতের উইকেট তুলে নেন হাসারাঙ্গা। ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। এরপর নিজাকাত খানকে সাথে এগোতে থাকেন আনশুমান রাঠ।  ৪৩ বলে ৬১ রানের জুটি গড়েন তারা দুইজন। রাঠকে আউট করে জুটি ভাঙেন চামিরা। ফেরার আগে ৪৬ বলে ৪৮ রান করেন এই ব্যাটার।

 

আরও পড়ুন: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আফগান পেসার 

 

এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন হংকংয়ের অধিনায়ক ইয়াসিম মর্তুজা। ৪ বল খেলে মাত্র ৫ রান করে শানাকার বলে চামিরার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।  

 

বাকি সময়টায় হংকংয়ের ইনিংসকে একাই টেনেছেন নিজাকাত খান। ইনিংসের শেষ ওভারে ৩৬ বলে ব্যক্তিগত ফিফটির দেখা পান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে হংকং। ৩৮ বলে ৫২ রানে অপরাজিত থাকেন নিজাকাত খান।

]]>
সম্পূর্ণ পড়ুন