সোমবার (২৩ জুন) বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর-বুড়িরপাড় সড়কে কাজের অনিয়মের অভিযোগে স্থানীয়দের সঙ্গে নিয়ে সরেজমিনে গিয়ে তিনি এ প্রতিবাদ জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সড়কের কাজ একেবারেই মানহীন, আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলে খোলা পিঠার মতো। সামান্য টান দিলেই উঠে যাচ্ছে। এমন কাজ জনগণের করের টাকায় অবজ্ঞা ও সরকারের সম্পদের অপচয় ছাড়া কিছুই নয়।
তিনি আরও জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি পরিদর্শনে আসেন এবং অনিয়ম প্রমাণ পেয়ে কাজ বন্ধ রাখতে বলেন। সংশ্লিষ্ট ইউএনও ও প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন: ১৯ দিন পরই ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, করোনাকালে কাজটি থেমে যায়। দীর্ঘদিন পর চলতি অর্থবছরে আবার কার্পেটিং শুরু হয়। এনসিপি নেতার আপত্তির কারণে বিষয়টি এখন পুনরায় পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রায় দুই হাজার মিটার দীর্ঘ আব্দুল্লাহপুর-বুড়িরপাড় সড়কের কাজ পায় মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। তবে দীর্ঘদিন কাজটি ঝুলে থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় সুবিল, ফতেহাবাদ, রসুলপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষকে।
]]>