নিজ বাড়িতে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দ

২ সপ্তাহ আগে
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হাসপাতালে ভর্তি হয়েছেন। এনডিটিভির খবর থেকে জানা যায়, নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি।

৬১ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবর জানিয়েছেন তার বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দাল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে টেলিফোনে পরামর্শের ভিত্তিতে অভিনেতাকে ওষুধ দেয়া হয়েছিল।


মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে অজ্ঞান হয়ে পড়ার পর অভিনেতা গোবিন্দকে মুম্বাইয়ের জুহু শহরতলির ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আরও পড়ুন: প্রায় ৪ হাজার শিশুর হার্ট সার্জারিতে পাশে দাঁড়িয়ে গিনেস রেকর্ড বলিউড গায়িকার


তবে গোবিন্দের অবস্থা সম্পর্কে আর বিস্তারিত কিছু জানা যায়নি। বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে রিপোর্ট পেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে।


জানা যায়, গত বছর অক্টোবরে গোবিন্দ তার লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি ভুলভাবে ব্যবহার করার কারণে তার পায়ে গুলি লাগে। হাঁটুর নীচে ক্ষত নিয়ে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক ঘন্টাব্যাপী অস্ত্রোপচারের পর গুলিটি বের করা হয়।

 

আরও পড়ুন: ধর্মেন্দ্রর মৃত্যুর গুজবে মুখ খুললেন স্ত্রী হেমা মালিনী


তার ম্যানেজারের মতে, গোবিন্দ তার লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি আলমারির ভেতরে রাখছিলেন, যখন তিনি অস্ত্রটি ফেলে দেন এবং সেটি বিস্ফোরিত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন