নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে প্রাণ দিলো সৌরভ

১ সপ্তাহে আগে
সিলেটে গলায় ফাঁস দিয়ে সাজ্জাদ উদ্দিন সৌরভ নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার দাসপাড়া চকগ্রামে এ ঘটনা ঘটে। সৌরভ দাসপাড়া চকগ্রামের আব্দুল মালিকের ছেলে।

 

সৌরভের স্বজনরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় সৌরভকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শাহপরান থানার এসআই সোহেল জানিয়েছেন, দুপুরে সৌরভকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাদের সহযোগিতায় নামিয়ে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: রোগের যন্ত্রণা ‘সইতে না পেরে’ চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

 

তবে সৌরভ কেন আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

একটু নজর দিন

 

আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।

 

আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।

 

এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966।

 

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।

]]>
সম্পূর্ণ পড়ুন