সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহীতে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৫৩ রান করে অপরাজিত ছিলেন নিগার সুলতানা। একই ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে দ্বিতীয় ইনিংসে ১০২ রান করে অপরাজিত থাকেন ফারজানা।
ফারজানা অবশ্য প্রথম ইনিংসেই সেঞ্চুরি পেতে পারতেন। তবে সেই ইনিংসে তাকে ১৪ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়। দ্বিতীয় ইনিংসে আর এই ভুল করেননি অভিজ্ঞ ক্রিকেটার। মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে তুলে নিয়েছেন সেঞ্চুরি।
নিগার এবং ফারজানার সেঞ্চুরিতে এদিন ২০১৯ সালের ৫ ডিসেম্বরের স্মৃতি ফিরেছে রাজশাহীতে। সেদিনও একই ম্যাচে সেঞ্চুরি করেছেন নিগার এবং ফারজানা। সেটি ছিল মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ। আর ওই ম্যাচেই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছিল বাংলাদেশের মেয়েরা।
আরও পড়ুন: দারুণ শতক হাঁকিয়ে বিসিএলে ইতিহাস গড়লেন জ্যোতি
নিগার এবং ফারজানার সেঞ্চুরিতে শেষমেশ ড্র হয়েছে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ। নিগারের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৮৭ রান করে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। উত্তরের অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস ১১৩ রানে ৬ উইকেট। ১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উত্তর ১ উইকেটে ২০৪ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
ইসমা তানজিমের সঙ্গে ওপেনিংয়ে ১৬৯ রানের জুটি গড়েন ফারজানা। ২২৬ বলে ১০২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ফারজানা। ইসমা ৯০ রানে আউট হয়েছেন।
]]>