স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামের চান আলী মন্ডলের ছেলে মিলন মন্ডল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে বাড়ির পেছনের হলুদ ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় গিয়ে মিলনের অর্ধ-গলিত মরদেহ দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: বন্দুকের গুলিতে নিজেকে শেষ করলেন ঝিনাইদহের ব্যবসায়ী
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মিলন নামের এক যুবক গত ১ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন,ই বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছিল। শনিাব বিকেলে দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
]]>