বুধবার (২৫ জুন) বিকেল ৫ টার দিকে দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আদর মল্লিক ওই গ্রামের মৃত মজিবর মল্লিকের ছেলে। সে বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।
স্বজনরা জানান, সোমবার (২৩ জুন) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আদর। বুধবার দুপুরে এলাকার এক নারী পাটক্ষেতের পাশে ঘাস কাটতে গিয়ে ডোবাতে আদরের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: রাজবাড়ীতে হত্যা মামলার আসামির বাড়ি ভাঙচুর, আহত এসআই
আদরের বোন চায়না খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার চাচার সাথে অনেকদিন ধরেই পারিবারিক বিরোধ চলে আসছে। গত ২৩ তারিখ থেকে আদর নিখোঁজ হয়। এ বিষয়ে আমরা সদর থানায় জিডি করি। আজ তার লাশ পাওয়া গেল। আমদের ধারণা আদরকে হত্যা করা হয়েছে। আমার চাচা এই হত্যার সঙ্গে জড়িত আছে।’
আরও পড়ুন: রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা
আদরের মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই। তাকে যদি কেউ হত্যা করে তবে তার ফাঁসি চাই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
]]>