এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে।
পুলিশ জানায়, গত ১০ জুন দুপুরে খুলনার জিরো পয়েন্ট থেকে তিন যুবক যাত্রী সেজে জাহিদুর রহমানের ইজিবাইকে ওঠেন। এরপর তারা তাকে সোনাডাঙ্গার ময়ূর আবাসিক এলাকায় নিয়ে হত্যা করে ঝোপে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।
আরও পড়ুন: মুক্তিপণ না দেয়ায় অপহৃত শিশুকে হত্যা, হদিস নেই আরেক কিশোরের
এরপর ১১ জুন জাহিদুরের ছেলে কিবরিয়া হাওলাদার হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ জুন রাতে একজনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে রোববার দুপুরে ময়ূর আবাসিক এলাকা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। ইতোমধ্যে ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।