শুক্রবার (৯ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার খরুলিয়া ঘাটকূল পাড়া সংলগ্ন বাঁকখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত উদ্ধার মোহাম্মদ মাহিদ (১৮) একই এলাকার হারুনুর রশিদের ছেলে। তিনি রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: কক্সবাজারগামী ট্রেন থেকে পড়ে গুরুতর আহত তরুণ
স্থানীয় স্কুল শিক্ষক বেদারুল আলম বলেন, শুক্রবার বাঁকখালী নদীতে মাহিদসহ ৪ বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে মাহিদ পানিতে ডুবে যায়। এসময় সাথে থাকা বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এক পর্যায়ে বিষয়টি স্বজনদের জানানো হলে মাছ ধরার জাল ফেলে বিভিন্ন স্থানে খোঁজা হয়। পরে ৩টার দিকে জালে মাহিদের মরদেহ উঠে আসে।
আরও পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
]]>