রোববার (২২ জুন) দুপুরে সদর উপজেলার ইসলামপুরের ইদুল মাঝির ঘাটে ভাসমান অবস্থান মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া সাইদুর রহমান হলেন একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর-মেলকার পাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রোববার দুপুরে মহানন্দা নদীর ইদুল মাঝির ঘাটে সাইদুরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: হাসপাতালের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, শনিবার রাত থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। সাইদুর রহমান মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার। প্রাথমিকভাবে ধারণা তিনি নদীতে ডুবে মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।