নিখোঁজ হওয়া কৃষকদল নেতা ছিলেন আত্মগোপনে!

৪ সপ্তাহ আগে
নেত্রকোনার বারহাট্টা নিজ বাড়ি থেকে গেল ১ অক্টোবর নিখোঁজ হওয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক (৫৪) কে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঋণ থেকে বাঁচতেই তিনি আত্মগোপনে ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জেলা পুলিশ। দীর্ঘ ১৮ দিন বিভিন্ন জায়গায় করেছেন দিনমজুরের কাজ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাড়ৈখালী বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।

 

রোববার (১৯ অক্টোবর) বিকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আত্মগোপনে থাকা ব্যাক্তিকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে এসকল তথ্য জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকালে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের কৃষক দলের সভাপতি ছিলেন।

 

তিনি নিজ এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ৫/৬ লক্ষ টাকা ঋণ নিছেন বলে স্থানীয়ভাবে জানা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশের এডিশনাল এসপি (প্রশাসন) রেজওয়ান আহমেদ।

 

আরও পড়ুন: জামায়াতে যোগ দিলেন বরগুনা জেলা কৃষকদলের সহ-সভাপতি জসিম

 

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১ টা থেকে জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মাছেহালা গ্রাম থেকে নিখোঁজ হন মোঃ আব্দুর রাজ্জাক। তিনি মৃত ইছব আলীর ছেলে। পরে পরিবারের লোকজন গ্রামের আশপাশ বাজারসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও আব্দুর রাজ্জাকের খোঁজ না পেয়ে ৩ অক্টোবর বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি করে।

 

বারহাট্টা থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যক্তি মো. আব্দুর রাজ্জাক'কে শনিবার সন্ধ্যাার দিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার থেকে উদ্ধার করে।

 

নিখোঁজ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নিজ এলাকায় ঋণ গ্রস্ত হওয়ায় নিজে থেকেই আত্মগোপনে ছিলেন। গত ১ অক্টোবর তার বাড়ি থেকে বের হয়ে গৌরীপুর চলে যান। সেখানে রাতে অবস্থান করে পরের দিন ট্রেনে চড়ে ভৈরব যান। এরপর ভৈরব থেকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখলা এলাকায় গেলে ৩ অক্টোবর সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গিয়ে আট দিন দিনমজুরের কাজ করেন।

 

আরও পড়ুন: যশোরে কৃষকদল নেতা হত্যা: যুবদলের দুই নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

 

পরবর্তীতে ১১ তারিখ নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় যান। সেখান থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করে গত ১৬ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী যান।

 

]]>
সম্পূর্ণ পড়ুন