নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ভাঙ্গা থানা ভাঙচুরের মামলা

৩ সপ্তাহ আগে
ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলনের সময় ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে নাম উল্লেখ করা হয়েছে ২৯ জনের, অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। মামলার ২ নম্বর আসামি হিসেবে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়ার নাম রয়েছে।

 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল বুধবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের দাবি, হামলা ও ভাঙচুরে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে দ্রুত বিচার আইনে করা আরেক মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

 

আরও পড়ুন: ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে জামায়াতের যে আলোচনা হলো

 

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী একের পর এক অবরোধ কর্মসূচি পালন করে। 

 

৯ থেকে ১১ সেপ্টেম্বর এবং ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মহাসড়ক অবরোধ হয়। গত রোববার রেলপথও অবরোধ করা হয়, এতে তিনটি ট্রেন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অবরোধ চলাকালীন সোমবার ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা ও সরকারি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী দাবি করেন, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ, ভাঙচুর ও হামলার পেছনে তৃতীয় পক্ষ জড়িত।

 

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা জানান, ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে সহিংস ঘটনার বিষয়েও আলাদা মামলা করার প্রস্তুতি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন