কাফ ইনজুরি কাটিয়ে ফেরা লকি ফার্গুসন ও ম্যাট হেনরিকে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে রাখা হয়েছে। চোট কাটিয়ে বিশ্বকাপের দলে ফেরাদের মধ্যে আরও আছেন–ফিন অ্যালেন (আঙুল/হ্যামস্ট্রিং), মার্ক চ্যাপম্যান (অ্যাঙ্কল) ও অধিনায়ক মিচেল স্যান্টনার (অ্যাবডাক্টর)। ফার্গুসন ২০২৪ এর নভেম্বরের পর আর নিউজিল্যান্ডের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি।
দল ঘোষণার দিন নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, চোট পাওয়া সব ক্রিকেটার খেলায় ফেরার জন্য নিজ নিজ পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছেন এবং টুর্নামেন্ট শুরুর আগেই ফিট হয়ে ওঠার পথে আছেন।'
জুলাইয়ের পর জাতীয় দলের হয়ে না খেলা অ্যাডাম মিলনে এবং অলরাউন্ডার জেমস নিশামও বিশ্বকাপ স্কোয়াডে আছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন জ্যাকব ডাফি। আর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে কাইল জেমিসনকে।
আরও পড়ুন: ভারতে খেলতে না গেলে পয়েন্ট হারাবে বাংলাদেশ— আইসিসির হুঁশিয়ারি
এনজেডসি বিবৃতিতে আরও জানিয়েছে, 'ফার্গুসন ও হেনরির সঙ্গিনীদের সন্তান জন্মের সম্ভাব্য সময় বিশ্বকাপ চলাকালীন পড়ছে, তাই তাদের স্বল্পমেয়াদি পিতৃত্বকালীন ছুটি দেওয়া হতে পারে।'
অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো টিম রবিনসন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। মূলত টপ অর্ডারে ফাঁকা জায়গা না থাকায় তার কপাল পুড়েছে। ওপেনিং ও টপ-অর্ডারের জন্য ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্টকেই বেছে নেওয়া হয়েছে। উইকেটকিপিং করবেন সেইফার্ট, কনওয়ে থাকবেন ব্যাক-আপ হিসেবে।
কোচ রব ওয়াল্টার বলেন, 'সব সময়ের মতো স্কোয়াডের ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিংয়ে শক্তি ও দক্ষতা দুটোই আছে, এমন বোলার আছে যারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে, আর পাঁচজন অলরাউন্ডার আছে—যারা প্রত্যেকেই আলাদা কিছু যোগ করে।'
তিনি আরও বলেন, 'এটি একটি অভিজ্ঞ দল এবং উপমহাদেশে খেলার সঙ্গে খেলোয়াড়রা পরিচিত—যা খুবই মূল্যবান হবে।'
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতি— বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি!
গ্রুপ ডিতে নিউজিল্যান্ডের সঙ্গী আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কিউইরা তাদের অভিযান শুরু করবে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ড প্রথমে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, এরপর হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।
*ট্রাভেলিং রিজার্ভ:* কাইল জেমিসন
]]>
১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·