জিম্বাবুয়ে সিরিজটা ভালো-মন্দ মিলিয়ে পার করেছে বাংলাদেশ। ৪ বছর টেস্ট জয়ের দেখা না পাওয়া জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে চলে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে এক ইনিংসের রাজসিক জয়। কিছুটা মিশ্র অনুভূতি নিয়ে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।
শান্তদের ঢাকায় ফেরার দিনে ব্যস্ততা শুরু হয়েছে মুস্তাফিজুর রহমান-নুরুল হাসান সোহানদের। কারণ নিউজিল্যান্ড সিরিজকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন তারা। ৫ মে লাক্কাতুরায় 'এ' দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন তারা।
কিউদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শুক্রবার থেকে চার সেশন অনুশীলন শুরু বাংলাদেশের। নামে এ' দল হলেও এটা টাইগারদের ছায়া জাতীয় দল। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে এক রেজাউর রহমান রাজা ছাড়া সবাই খেলেছেন জাতীয় দলে। তাই কারও কাছে এই সিরিজ ফিরে আসার চ্যালেঞ্জ, কারও কাছে হারানো ফর্ম খুঁজে পাওয়ার।
সিরিজের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে অলরাউন্ডার সাইফ হাসান গণমাধ্যমকে বলেন, 'এই দলটা জাতীয় দলের আগের ধাপ। চেষ্টা থাকবে ভালো কিছু করার। এটা আমাদের জন্য ভালো কিছু করার প্ল্যাটফর্ম। সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব।'
চ্যালেঞ্জ আছে দেশি কোচিং স্টাফদেরও। বাবুল-রাজিনদের জন্য কাজটা অবশ্য কঠিন করবে ব্ল্যাকক্যাপরা। কারণ নিউজিল্যান্ডের ঘোষিত 'এ' দলের স্কোয়াডের ৯ জনই খেলেছেন দেশটির জাতীয় দলে।
অফফর্মের কারণে বাদ পড়া ক্রিকেটারদের জন্য এটিকে দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন 'এ' দলের কোচ মিজানুর রহমান বাবুল, 'অবশ্যই সহজ হবে না। ভালো একটা সিরিজ হবে দুই দলের জন্য। 'এ' দলে যারা আছেন তারা সবাই জাতীয় দলের হয়ে খেলেছেন। অফফর্মের কারণে হয়তো বাদ পড়েছেন। তাদের জন্য বড় সুযোগ জাতীয় দলের যে অভাবগুলো তাদের ছিল, সেগুলো পূরণ করা।'
দুদিন আগেই সাগরিকায় টেস্ট শেষ করে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ৫ মে থেকে শুরু হবে ক্যাম্প। সব ঠিক থাকলে ১৪ মে দুবাইয়ে উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। তবে শুধু টেস্ট ক্রিকেটের বিবেচনায় থাকা তাইজুল-মুমিনুলদের অপেক্ষা শ্রীলঙ্কা সিরিজের আগ পর্যন্ত।
]]>