নিউজিল্যান্ড সিরিজের জন্য চমকে ঠাসা দল ঘোষণা জিম্বাবুয়ের

৩ সপ্তাহ আগে
চলতি মাসের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সেই সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ দলের চারজন বাদ পড়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে।

আগামী ৩০ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ইনজুরি কাটিয়ে এই সিরিজে ডাক পেয়েছেন বেন কুরান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। ব্রেন্ডন টেইলরের ফেরা নিয়ে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে এই সিরিজের জন্য বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট। আইসিসির দুর্নীতি দমন নীতি ভঙ্গ করায় সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ৩৯ বছর বয়সী, যা আগামী ২৫ জুলাই শেষ হচ্ছে।


মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) অংশ নেয়ায় সিকান্দার রাজা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ছিলেন না। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরছেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক রাজা। দলে ফেরাদের তালিকায় আছেন মিডল অর্ডার ব্যাটার রয় কাইয়া ও ওপেনিং ব্যাটার তানুনুরাওয়া মাকোনিও।


আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্রিকেটারদের শোক


দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা দুই ওপেনিং ব্যাটার তাকুদযাওয়ানাশে কাইতানো এবং প্রিন্স মাসভাউরে, মিডল অর্ডার ব্যাটার ওয়েসলি মাধেভেরে এবং সেই সিরিজে অভিষিক্ত পেসার কুণ্ডাই মাতিজিমু দল থেকে বাদ পড়েছেন।


ব্লেসিং মুজারাবানি বোলিং আক্রমণের নেতৃত্বে থাকলেও জায়গা হয়নি রিচার্ড এনগারাভার। এই বাঁহাতি ফাস্ট বোলার ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে চোট পেলে ছিটকে গেলেও ফিরেছেন দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তবে, টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।


 

টেস্ট দলে ফিরেছেন সিকান্দার রাজা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে কনকাশন ইনজুরিতে ছিটকে পড়েছিলেন ব্রায়ান বেনেট, চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছেন তিনিও। আছেন আসন্ন টেস্ট সিরিজেও। তবে তার বদলি হিসেবে দলে আসা ডিওন মায়ার্সকে ছেড়ে দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: এক ম্যাচ পরেই মিরপুর স্টেডিয়ামে বাহির থেকে খাবার নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা


২০১৬ সালের পর এবারই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। সেবার বুলাওয়েতে অনুষ্ঠিত সেই সিরিজে কিউইরা ২-০ ব্যবধানে জয় পেয়েছিল। সাম্প্রতিককালে লাল বলে ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়ে। গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলেছে তারা, যার পাঁচটিই ঘরের মাঠে। তবে ঘরের মাঠের সবগুলো টেস্টেই হেরেছে তারা। সবশেষ ১৫ টেস্টে জয় মাত্র একটিতে। বছরের শেষদিকে তারা স্বাগত জানাবে আফগানিস্তানকে।


এই টেস্টগুলো আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, বেন কুরান, ট্রেভর গুয়ান্ডু, রয় কাইয়া, তানুনুরাওয়া মাকোনি, ক্লাইভ মাদান্দে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউমান নায়ামহুরি, সিকান্দার রাজা, তাফাদযাওয়া তিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।  

]]>
সম্পূর্ণ পড়ুন