নিউজিল্যান্ড সফরে রিজওয়ানদের সঙ্গে থাকছেন না ইউসুফ

১ দিন আগে
আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল দেশটির কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের। তবে পারিবারিক জটিলতার কারণে এই সিরিজে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

আইসিসি টুর্নামেন্টে খারাপ সময় যেন শেষই হচ্ছে না পাকিস্তানের। সর্বশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ধরাশায়ী হওয়ার পর ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে বাদ পড়েছে তারা। এমন বাজে সময়ে আরও দুঃসংবাদ দিলেন মোহাম্মদ ইউসুফ। 

 

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সফর দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশন শুরু হবে পাকিস্তানের। আর এই মিশনে দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হওয়ার কথা ছিল ইউসুফের। তবে মেয়ের অসুস্থতার কারণে এই সিরিজে থাকতে পারবেন না বলে পিসিবিকে জানিয়েছেন এই কোচ। 

 

পিসিবি জানিয়েছে, সাবেক অধিনায়ক ও নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ কন্যা সন্তানের অসুস্থতার কথা জানিয়ে আসন্ন সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। পিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: পিসিবি চেয়ারম্যান ক্রিকেটের কিছুই জানেন না: আফ্রিদি

 

ইউসুফ সরে গেলেও নিউজিল্যান্ড সফরে সালমান আঘা-মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং সামলানোর দায়িত্ব কে নেবেন, সেই বিষয়ে কিছু জানা যায়নি। 

 

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (১১ মার্চ) নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান। আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন অধিনায়ক সালমান আঘার নেতৃত্বে এই ফরম্যাটে মাঠে নামবে দলটি। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। 

]]>
সম্পূর্ণ পড়ুন