ক্রাইস্টচার্চ টেস্টে স্লো ওভার রেটের জন্য নিউজিল্যান্ডকে ৩ পয়েন্ট জরিমানা করা হয়েছে। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। স্লো ওভার রেটের জন্য সফরকারী ইংল্যান্ডেরও ৩ পয়েন্ট কাটা গেছে।
একই সঙ্গে দুই দলের খেলোয়াড়দের ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা কে এই জাপানি, সেরা দশে কারা?
উভয় দলই কাঙ্ক্ষিত ওভার রেটের চেয়ে ৩ ওভার করে পিছিয়ে থাকায় তাদের এই শাস্তি দেয়া হয়েছে। প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য এক পয়েন্ট করে জরিমানা করা হয়েছে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা এবং রড টাকার, তৃতীয় আম্পায়ার আদিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ অফিসিয়াল কিম কটন দুই দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন। কিউই অধিনায়ক টম ল্যাথাম এবং ইংলিশ অধিনায়ক বেন স্টোকস অভিযোগ মেনে নেন ফলে ম্যাচ রেফারি ডেভিড বুন শুনানি ছাড়াই সাজা কার্যকর করেন।
৩ পয়েন্ট কাটা যাওয়ায় নিউজিল্যান্ড বর্তমানে ৪৭.৯২ পয়েন্ট শতাংশ নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে। সিরিজের বাকি দুই টেস্টে জয় পেলে তারা সর্বোচ্চ ৫৫.৩৬ পয়েন্ট শতাংশ অর্জন করতে পারবে। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়ার নিশ্চয়তা দেয় না। অন্যদিকে ইংল্যান্ড ফাইনালের লড়াই থেকে এরই মধ্যে ছিটকে পড়েছে। ৪২.৫০ পয়েন্ট শতাংশ নিয়ে তারা এই মুহূর্তে ৬ নম্বরে আছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুইয়ে আছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তিনে অস্ট্রেলিয়া ও চারে শ্রীলঙ্কা। এই চক্রে আর মাত্র ১৫টি টেস্ট বাকি থাকলেও এখনও কোনো দল ফাইনাল নিশ্চিত করতে পারেনি।