‘নিউক্লিয়ার ব্ল্যাকমেইল’ নিয়ে মোদির হুঙ্কার

৪ দিন আগে
পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১২ মে) রাতে দেয়া ২২ মিনিটের ভাষণে মোদি বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, পানি থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে। কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেইল’ ভারত সহ্য করবে না।


তিনি আরও বলেন,

আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না।


মোদি বলেন, প্রত্যেকটি যুদ্ধের ময়দানে আমরা পাকিস্তানকে পর্যদুস্ত করেছি। ‘অপারেশন সিন্দুর’-এও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 

 

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ভারত-পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প


তিনি বলেন, যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিতে ভারত হামলা চালাল, সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেয়া হয়েছে।

 

২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায় ভারত। পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের সংঘর্ষ চরম আকার ধারণ করে।

 

টানা চারদিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কারণ জানালেন ট্রাম্প


এরপরই ভারত-পাকিস্তান শিগগিরই আলোচনা শুরু করবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্যে সোমবার ফোনে কথাও হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন